দঃ ভান্ডারিয়ায় গভীর রাতে অটো শোরুমে অগ্নিকান্ড,ব্যাপক ক্ষয়-ক্ষতি।
ভান্ডারিয়া উপজেলার দঃ ভান্ডারিয়া কারিকর পাড়ায় অটো শোরুমে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ (বৃহাস্পতিবার) রাত আনুমানিক ৩ টার দিকে মেসার্স ফ্রেন্ডস্ এন্ড অটো সেন্টার নামক অটো শোরুমে আগুন লাগে। আগুন লাগার নিদিষ্ট সূত্র জানা যায়নি। তবে এলাকাবাসী বলছেন পূর্ব শত্রুতা ও ব্যবসায়িক রোশানলে আগুন লাগিয়েছে দূরবৃত্তরা। তারা জানিয়েছেন পরিকল্পিতভাবে এ অগ্নিকান্ড ঘটানো হয়েছে। আগুনে পুড়ে গেছে ২০ টির অধিক অটো গাড়ির সরন্জাম, ব্যাটারি ও শোরুমের সকল আসবাবপত্র। প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন শোরুমের মালিক মোঃ মেহেদি হাসান। তিনি বলেন "ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য শত্রুতার জেরে আমার দোকানে আগুন লাগানো হয়েছে"।অগ্নিকান্ডের প্রায় ৪৫ মিনিট অতিবাহিত হওয়ার পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে অগ্নিকান্ড পরিদর্শনে কোন পুলিশ সদস্যকে দেখা যায়নি। অগ্নিকান্ডের সুষ্ট তদন্তের দাবি জানিয়েছেন শোরুম মালিক ও স্থানিয়রা।
No comments