Header Ads

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য কল করুন

Breaking News

ভান্ডারিয়ায় ভেন্টিলেটর সাপোর্টে থাকা ২ করোনা রোগিকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরন।" "ভান্ডারিয়ায় লকডাউন বাস্তবায়নে ঝুঁকি নিতে প্রস্তুত যুবলীগ,ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগ-এহসাম হাওলাদার।" "রেড জোনে ভান্ডারিয়ার পৌর এলাকা-২১ দিনের লকডাউন।

ভান্ডারিয়ার যুবনেতা এহসাম হাওলাদের জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন





ভান্ডারিয়ার সুস্থ্য ধারার রাজনীতিবিদ, 'যুবরত্ন' খ্যাত উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এসহাম হাওলাদার। তার জন্মদিন উপলক্ষে ভান্ডারিয়ার মসজিদে মিলাদের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার ভান্ডারিয়া বন্দর জামে মসজিদে এ মিলাদ সম্পন্ন হয়।

যুবনেতা এহসাম হাওলাদের সু-সাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এ মিলাদের আয়োজন করা হয়েছে বলে বিবৃতি দিয়েছে ভান্ডারিয়া পৌর ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন ও  সাধারন সম্পাদক ইসান মাহমুদ।

এছাড়া যুবনেতার জন্মদিন উপলক্ষে খাদ্য-বিতরন, কেক কাটা সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে  যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন। ব্যক্তিগত উদ্দ্যোগে ও(এহসাম হাওলাদের)জন্মদিন পালন ও উদর্যাপন করা হয়েছে।

জন্মদিন উপলক্ষে উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম এর পক্ষ থেকে এতিমখানা, মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

No comments