ভান্ডারিয়ায় একই পরিবারে ৩ জন করোনা আক্রান্ত। লকডাউন
পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার ইকরি ইউনিয়নে একই পরিবারে তিন ৩ জন করোনা ভাইরাস পজিটিভ সনাক্ত হয়েছে। ইউনিয়নের আতরখালি গ্রামের একটি পরিবারে এ রোগি সনাক্ত হয়। বিষয়টি আজ(শুক্রবার) পিরোজপুর সিভিল সার্জন নিশ্চিত করে।
সনাক্তকারী রোগীরা হলো আতরখালি গ্রামের মল্লিক বাড়ির ইয়াসিন মল্লিক(নিজে),তার স্ত্রী এবং ছেলে।তারা ঢাকা থেকে এসেছেন বলে জানা গেছে।সনাক্ত হওয়ার তৎক্ষনাৎ বাড়িটি লকডাউন ঘোষনা করে প্রসাশন।
No comments