Header Ads

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য কল করুন

Breaking News

ভান্ডারিয়ায় ভেন্টিলেটর সাপোর্টে থাকা ২ করোনা রোগিকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরন।" "ভান্ডারিয়ায় লকডাউন বাস্তবায়নে ঝুঁকি নিতে প্রস্তুত যুবলীগ,ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগ-এহসাম হাওলাদার।" "রেড জোনে ভান্ডারিয়ার পৌর এলাকা-২১ দিনের লকডাউন।

ভান্ডারিয়ার গৌরিপুর জামে মসজিদে হামলার প্রতিবাদে বিচারের দাবিতে মানববন্ধন।



পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নে জামে মসজিদে গতকাল (শুক্রবার)হামলা চালায় উগ্রপন্থীরা।গতকাল পৈকখালি জামে মসজিদে জুমার নামাজ চলাকালে কিছু ব্যাক্তি ইমাম সাহেবের কথা শ্রবন না করে বিভিন্ন অহেতুক কথা বার্তায় লিপ্ত হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে হামকারীরা মসজিদের  মুল্যবান জিনিস-পত্র ভাংচুর করে এবং ধর্মীয় কিতাব-পত্র বাহিরে নিক্ষেপ করে।

এ ঘটনায় মসজিদের  মুসল্লী ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে এবং ভান্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।পরবর্তীতে আজ শনিবার  অপরাধীদের বিচারের দাবী জানিয়ে মানববন্ধন করে মসজিদের মুসল্লি ও সাধারন জনগন। এসময় তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

No comments