ভান্ডারিয়ায় করোনামুক্ত হওয়া পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান
পিরোজপুরের ভান্ডারিয়া থানায় কর্মরত করোনা জয়ী পুলিশ সদস্যদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমাবার পিরোজপুর পুলিশ সুপার জনাব হায়াতুল ইসলাম খানের নেতৃত্বে এস.এম মাকসুদুর রহমান(অফিসার ইনচার্জ, ভান্ডারিয়া থানা) কর্তৃক এ সংবর্ধনা প্রদান করা হয়।
![]() |
Click images to buy this product |
ভান্ডারিয়া থানায় কর্মরত করোনামুক্ত হওয়া পুলিশ সদস্যরা হলেনঃ
০১। এএসআই মোঃ ইব্রাহিম খলিল,
০২।কনস্টেবল মোঃ হুমায়ুন কবির,
০৩। কনস্টেবল মোঃ প্রিন্স আল সাবাহ,
০৪। কনস্টেবল মোঃ নাজমুল হোসেন, ০৫। কনস্টেবল মোঃ মোস্তাফিজুর রহমান
Post Comment
No comments