Header Ads

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য কল করুন

Breaking News

ভান্ডারিয়ায় ভেন্টিলেটর সাপোর্টে থাকা ২ করোনা রোগিকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরন।" "ভান্ডারিয়ায় লকডাউন বাস্তবায়নে ঝুঁকি নিতে প্রস্তুত যুবলীগ,ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগ-এহসাম হাওলাদার।" "রেড জোনে ভান্ডারিয়ার পৌর এলাকা-২১ দিনের লকডাউন।

ভান্ডারিয়ায় করোনামুক্ত হওয়া পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান



পিরোজপুরের ভান্ডারিয়া থানায় কর্মরত করোনা জয়ী পুলিশ সদস্যদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমাবার পিরোজপুর পুলিশ সুপার জনাব হায়াতুল ইসলাম খানের নেতৃত্বে এস.এম মাকসুদুর রহমান(অফিসার ইনচার্জ, ভান্ডারিয়া থানা) কর্তৃক এ সংবর্ধনা প্রদান করা হয়।
Click images to buy this product
অফিসার ইনচার্জ করোনামুক্ত হয়ে সুস্হ জীবন ফিরে পাওয়া পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে উচ্ছাসিত করেন এবং সুস্থ্য ও স্বাভাবিক জীবনে স্বাগত জানান।

ভান্ডারিয়া থানায় কর্মরত করোনামুক্ত হওয়া পুলিশ সদস্যরা হলেনঃ
০১। এএসআই মোঃ ইব্রাহিম খলিল,
০২।কনস্টেবল মোঃ হুমায়ুন কবির, 
০৩। কনস্টেবল মোঃ প্রিন্স আল সাবাহ,
০৪। কনস্টেবল মোঃ নাজমুল হোসেন, ০৫। কনস্টেবল মোঃ মোস্তাফিজুর রহমান

No comments