ভান্ডারিয়ার স্বাস্থ্য ব্যবস্থাকে পাল্টে অগ্রগতি এনে দিয়েছেন ডাঃ এইচ.এম.জহিরুল ইসলাম
মধ্যম আয়ের দেশ হিসেবে দেশের অন্যসব খাতের মত স্বাস্থ্যখাতও এখনও চাহিদা আর যোগানের ভারসাম্যহীনতায় টানাপোড়েনে নিমজ্জিত। অন্যান্য খাতের তুলনায় আমাদের দেশে স্বাস্থ্যখাত বরং কিছুটা বেশিই উপেক্ষিত। সেই সাথে দুর্নীতি আর অব্যবস্থাপনা জড়িয়ে আছে ধাপে ধাপে।
তাই সারাদেশে জনগনবান্ধব হাসপাতাল এখনো অধরা স্বপ্ন।
তবে, নেতৃত্ব আর উন্নত মানসিকতা যে সব বাধাবিপত্তির মাঝেও পরিবর্তনের সুচনা করতে পারে, তার এক বাস্তবিক উদাহরণ ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এইচ এম জহিরুল ইসলাম স্যার।
Click image to buy this |
সেইসাথে হাসপাতালের আক্রান্ত স্টাফদের চিকিৎসার ব্যাপারে অন্তপ্রাণ দায়িত্ব নিয়েছেন তিনি নির্দ্বিধায়।
সিসিটিভি নিয়ন্ত্রন, সব জায়গায় সেন্ট্রাল সাউন্ড সিস্টেম প্রতিষ্ঠা করায় হাসপাতাল হয়েছে নিরাপদ।
অবজারভেশন ইউনিট চালু করা, কনফারেন্স রুম আধুনিকায়ন, সব কন্সট্রাকশনের কাজ, সৌন্দর্যবর্ধনের কাজ তার যোগ্য নেতৃত্বের প্রমাণ।
মাত্র অল্প কিছুদিনে একটি হাসপাতাল ও একটি উপজেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থার খোলনলচে পাল্টে দেয়া ডাঃ এইচ এম জহিরুল ইসলাম স্যার প্রমাণ করেছেন দক্ষ ও সৎ প্রশাসক অনেক কিছু দিতে পারে দেশকে।
ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ বেল্লাল হোসেনের ফেসবুক ওয়াল থেকে নেওয়া। তিনি ভান্ডারিয়া থেকে সদ্য বদলি হওয়া স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এইচ.এম. জহিরুল ইসলামের নতুন কর্মস্থল সম্পর্কে বলেন: "নিজ নিজ জায়গায় নিজের সেরা টুকু দিলে এই ভংগুর স্বাস্থ্যব্যবস্থা একদিন নতুন আলোর মুখ দেখবে, আমার এই সাহস আর প্রেরণার উৎস আমার অবিভাবক, আমাদের UHFPO ডাঃ এইচ এম জহিরুল ইসলাম স্যার।
সুসংবাদের অপেক্ষায় রইলাম স্যার.......ভালো থাকবেন নতুন কর্মস্থলে......"
No comments