Header Ads

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য কল করুন

Breaking News

ভান্ডারিয়ায় ভেন্টিলেটর সাপোর্টে থাকা ২ করোনা রোগিকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরন।" "ভান্ডারিয়ায় লকডাউন বাস্তবায়নে ঝুঁকি নিতে প্রস্তুত যুবলীগ,ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগ-এহসাম হাওলাদার।" "রেড জোনে ভান্ডারিয়ার পৌর এলাকা-২১ দিনের লকডাউন।

মিরাজুল ইসলামের উদ্যোগে করোনা মুক্তির জন্য প্রতিদিন মসজিদে'খতমে কোরআন'ও দোয়া মোনাজাত

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় আজ(রবিবার) থেকে প্রতিদিন এশার নামাজ শেষে মসজিদে "খতমে কোরআন "ও বিশেষ দোয়া মোনাজাত করা হবে।
ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম এর উদ্যোগে "করোনা ভাইরাস"মাহামারির হাত থেকে রক্ষা পেতে মহান আল্লাহর দরবারে এ দোয়া করা হবে।
ভান্ডারিয়ার জনগন সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে বসেই মসজিদের মাইক ও ফেসবুক লাইভের মাধ্যমে দোয়া মোনাজাতে অংশগ্রহন করতে পারবে।

No comments