প্রাথমিক শিক্ষা পদকের উদ্দেশ্যে জাতীয় পর্যায়ে সাক্ষাৎকার দিবেন মিরাজুল ইসলাম।
প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন,ভান্ডারিয়ার উপজেলার চেয়ারম্যান জনাব মিরাজুল ইসলাম। প্রাথমিক শিক্ষা পদক ২০২০ অর্জনের উদ্দেশ্যে অাগামী ১২ তারিখ জাতীয় পর্যায়ে সাক্ষাৎকার দিবেন তিনি।
প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে তার অবদান সমূহঃ ★মুজিব বর্ষের সেরা উপহার, প্রাথমিক শিক্ষকদের কম্পিউটারে পারদর্শী করার জন্য ২১ টি উন্নত মানের কম্পিউটার সম্বলিত ডিজিটাল কম্পিউটার ল্যাব।
★সমাপনী পরীক্ষায় পরীক্ষা কেন্দ্রের আনুষাঙ্গিক ব্যয় ও ডিউটি প্রাপ্ত শিক্ষকদের নাস্তা বাবদ কেন্দ্র প্রতি ১০,০০০ টাকা বরাদ্দ প্রদান।
★বিদ্যালয়ের আসবাবপত্রসহ যেকোন সমস্যার তাকে জানানোর সাথে সাথে আসবাবপত্র সরবরাহ সহ সমস্যার সমাধান।
★প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় উপস্থিত থেকে শিক্ষকদের সমস্যা শোনা ও সমাধান এবং শিক্ষকদের উন্নত মানের লাঞ্চের ব্যবস্থা করা।
★বই উৎসব ২০২০ উদযাপনের জন্য প্রতি বিদ্যালয়ে ৫,০০০ টাকা করে সরবরাহ।
★প্রাথমিক বিদ্যালয়ে যত জাতীয় দিবস উদযাপন করা হয়,প্রতিটি দিবসের জন্য আলাদা আলাদা বরাদ্দ প্রদানের ঘোষণা। তার ঘোষণা মানেই বাস্তবায়ন।
★বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা গোল্ডকাপের জন্য স্থায়ী ভাবে ২৪ ভরি স্বর্ণ দিয়ে ৪টি সত্যিকারের গোল্ডকাপ তৈরী।চ্যাম্পিয়ন দলকে ১ লাখ করে এবং রানার্সআপ দলকে ৫০ হাজার প্রাইজ মানি প্রদান।।
★আন্তঃক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার জন্য ৫০হাজার করে টাকা প্রদান।
★যে সব বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করবে সে সব বিদ্যালয়ে বরাদ্দ প্রদানের ঘোষণা। সে ক্ষেত্রে তাকে প্রধান অতিথি না করার অনুরোধ।
★মুজিব বর্ষে প্রতি বিদ্যালয় থেকে ২ জন গরীব শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা এবং নামের তালিকা সংগ্রহ। মার্চে সে বরাদ্দ প্রদান করা হবে।
★মা সমাবেশসহ যে বিদ্যালয় পরিদর্শনে যান বিদ্যালয়ের উপস্থিত সকলের জন্য উন্নত মানের নাস্তা সাথে নিয়ে যাওয়া।
সফলতার জন্য ভান্ডারিয়ার সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন উপজেলা চেয়ারম্যান।
thanks
ReplyDelete