গরীব ও অসহায় মানুষের মাঝে ভান্ডারিয়া ব্লাড ডোনার'স ক্লাবের ঈদ উপহার সামগ্রী বিতরণ
"ভান্ডারিয়া ব্লাড ডোনার'স ক্লাব" স্বেচ্ছায় রক্তদানকারী সেবামূলক প্রতিষ্ঠান। রক্তদান ছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক ও মানব কল্যানমূলক কাজে অংশগ্রহন করেছে প্রতিষ্টানটি। এই করোনা পরিস্থিতিতে ক্লাবটি গরীর ও অসহায় মানুষের পাশে দাড়িয়েছে।
আসন্ন ইদ উপলক্ষে গরীব ও অসহায় মানুষের মাজে উপহার সামগ্রী প্রদান করে ভান্ডারিয়া ব্লাড ডোনার'স ক্লাব। "সাধ্যের মধ্যে সবটুকু ভালোবাসা" এই স্লোগানে প্রদান করা হয় এই উপহার সামগ্রী।
এ সময় উপস্থিত ছিলেন ভান্ডারিয়া ব্লাড ডোনার'স ক্লাবের উপদেষ্টামন্ডলি
জনাব মোঃ নাজমুল আলম,
জনাব ডাঃ এইচ এম জহিরুল ইসলাম,
জনাব মোঃ মাকসুদুর রহমান,জনাব মোঃ এহসাম হাওলাদার এবং জনাব মোঃ সরওয়ার হোসেন জমাদ্দার।
এছাড়া ক্লাবটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
No comments