Header Ads

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য কল করুন

Breaking News

ভান্ডারিয়ায় ভেন্টিলেটর সাপোর্টে থাকা ২ করোনা রোগিকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরন।" "ভান্ডারিয়ায় লকডাউন বাস্তবায়নে ঝুঁকি নিতে প্রস্তুত যুবলীগ,ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগ-এহসাম হাওলাদার।" "রেড জোনে ভান্ডারিয়ার পৌর এলাকা-২১ দিনের লকডাউন।

ভান্ডারিয়ায় আসছেন এম.পি মজিবুর রহমান চৌধুরী নিক্সন

Nixon, নিক্সন, politics
Bandaria Live News


ফরিদপুর-৪ আসনের এম.পি জনাব
মজিবুর রহমান চৌধুরী নিক্সন পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় আসবেন! আগামী ১৫ জুলাই এই ভান্ডারিয়াতে আসার কথা রয়েছে তার, এমনটাই প্রকাশ করেছে 'ডেইলি পিরোজপুর'। গত ৫ জুলাই এ তথ্য জানানো হয়।
                          
 এরপর ১১/০৭/২০২০(শনিবার) ভান্ডারিয়া জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠন এ সফরের পচারনা শুরু করে।

জনাব নিক্সন চৌধুরী সাবেক বন ও পরিবেশমন্ত্রী এবং জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন মন্জু এমপি এর কনিষ্ট কন্যার জামাতা। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় বোনের নাতি ফদিরপুরের এই এমপি।

No comments