Header Ads

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য কল করুন

Breaking News

ভান্ডারিয়ায় ভেন্টিলেটর সাপোর্টে থাকা ২ করোনা রোগিকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরন।" "ভান্ডারিয়ায় লকডাউন বাস্তবায়নে ঝুঁকি নিতে প্রস্তুত যুবলীগ,ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগ-এহসাম হাওলাদার।" "রেড জোনে ভান্ডারিয়ার পৌর এলাকা-২১ দিনের লকডাউন।

জমকালো ভাবে উজ্জাপিত হবে দ. ভান্ডারিয়া স. প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি।

৭৬ নং দক্ষিন ভান্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর(২০১৯) তারিখে পালন করা  হবে ঐতিহাসিক শতবর্ষপূর্তি উৎসব।অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরাদের আয়োজনে পালিত হবে ভান্ডারিয়ার ঐতিহাসিক  জমকালো এই উৎসব।

উৎসবে থাকছে নাচ-গান(কনসার্ট), খেলাধুলা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি,নাটক,গজল ও কুইজ-কুইজ সহ বিভিন্ন বিনোদন মূলক এবং শিক্ষামূলক প্রতিযোগিতা।ঢাকা ও রাজশাহী থেকে আসা শিল্পীরা পারফর্ম করবে এই অনুষ্ঠানে।চলচিত্র জগতের অন্যতম শিল্পী (কাবিলা) ও তার সহযোগী শিল্পীরাও থাকবেন।এছাড়াও রয়েছে র‍্যাফেল ড্র(লটারি) যার প্রথম পুরষ্কার হবে  ফ্রিজ।

অনুষ্ঠানের নূন্যতম বাজেট ধরা হয়েছে ১০ লক্ষ টাকা। উন্নত মানের সাউন্ড সিস্টেম, লাইটিং সহ সব ক্ষেত্রে উন্নতমানের ব্যাবস্থা।

স্থানীয় এ.ম.পি, চেয়ারম্যান ও বিশিষ্ট এবং সনামধন্য ব্যাক্তিবর্গ উপস্থিত থাকবে উক্ত শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে।প্রায় ২৫০০ (আড়াই হাজার) মানুষ সমাগম হবে বলে ধারনা করা হচ্ছে।ইতিমধ্যে শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের চূড়ান্ত  পর্যায়ের কাজ শুরু হয়ে গেছে।

No comments