Header Ads

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য কল করুন

Breaking News

ভান্ডারিয়ায় ভেন্টিলেটর সাপোর্টে থাকা ২ করোনা রোগিকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরন।" "ভান্ডারিয়ায় লকডাউন বাস্তবায়নে ঝুঁকি নিতে প্রস্তুত যুবলীগ,ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগ-এহসাম হাওলাদার।" "রেড জোনে ভান্ডারিয়ার পৌর এলাকা-২১ দিনের লকডাউন।

ঝালকাঠিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রান হারলো ভান্ডারিয়ার যুবক




ভান্ডারিয়া থানার নিজ ভান্ডারিয়া পেশকার বাড়ী নিবাসি মোঃ খালক পেশকারের একমাত্র ছেলে সাজিদ আহমেদ সিয়াম (২৪) আজ ২৪/০২/২০২০ সকাল ৮.৩০ মিনিটের সময় ঝালকাঠীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়  মৃত্যুবরন করেন। বরিশাল
থেকে ভাড়ায় চালিত মটর সাইকেল যোগে ভান্ডারিয়া আসার সময় নেছারাবাদে অবৈধ মালবাহী ট্রলির পিছন থেকে ধাক্কায় ঘটনাস্থলে ইন্তেকাল করেন, এসময় তার সঙ্গে থাকা ভান্ডারিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আহাদুল ইসলাম খান রুবেল গুরুতর আহত হন। সদা হাস্যজ্বল সিয়ামকে হারিয়ে ভান্ডারিয়া সর্বাঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

4 comments:

  1. আমরা সবাই শোকাহত

    ReplyDelete
  2. আমি এখনো বিশ্বাস করতে পারছি না, যে ভাই আর নেই, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক

    ReplyDelete