ঝালকাঠিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রান হারলো ভান্ডারিয়ার যুবক
ভান্ডারিয়া থানার নিজ ভান্ডারিয়া পেশকার বাড়ী নিবাসি মোঃ খালক পেশকারের একমাত্র ছেলে সাজিদ আহমেদ সিয়াম (২৪) আজ ২৪/০২/২০২০ সকাল ৮.৩০ মিনিটের সময় ঝালকাঠীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরন করেন। বরিশাল
থেকে ভাড়ায় চালিত মটর সাইকেল যোগে ভান্ডারিয়া আসার সময় নেছারাবাদে অবৈধ মালবাহী ট্রলির পিছন থেকে ধাক্কায় ঘটনাস্থলে ইন্তেকাল করেন, এসময় তার সঙ্গে থাকা ভান্ডারিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আহাদুল ইসলাম খান রুবেল গুরুতর আহত হন। সদা হাস্যজ্বল সিয়ামকে হারিয়ে ভান্ডারিয়া সর্বাঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
Driver er er kisu hoi ni
ReplyDeleteআমরা শোকাহত
ReplyDeleteআমরা সবাই শোকাহত
ReplyDeleteআমি এখনো বিশ্বাস করতে পারছি না, যে ভাই আর নেই, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক
ReplyDelete