Header Ads

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য কল করুন

Breaking News

ভান্ডারিয়ায় ভেন্টিলেটর সাপোর্টে থাকা ২ করোনা রোগিকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরন।" "ভান্ডারিয়ায় লকডাউন বাস্তবায়নে ঝুঁকি নিতে প্রস্তুত যুবলীগ,ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগ-এহসাম হাওলাদার।" "রেড জোনে ভান্ডারিয়ার পৌর এলাকা-২১ দিনের লকডাউন।

নারায়ণগঞ্জ থেকে পালিয়ে ভান্ডারিয়ায় এসেছে এক যুবক,এলাকায় আতঙ্ক!

ভান্ডারিয়া থানার দঃ ভান্ডারিয়ায়  নারায়নগঞ্জ থেকে পালিয়ে এসেছে এক যুবক। শুক্রবার রাতের আধারে পালিয়ে এসে শশুর বাড়িতে অবস্থান নেন।
তিনি দঃ ভান্ডারিয়ার মৎস বিক্রেতা মোঃ কিসলু এর মেয়ের জামাই (শাওন)।
কতিথ যুবক নারায়ণগঞ্জের গার্মেন্টসকর্মী। কাউকে কিছু না জানিয়ে পালিয়ে এসেছে বলে জানিয়েছে গার্মেন্টস কতৃপক্ষ।
এ ঘটনায় ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃ্ষ্টি হয়েছে। এলাকা কতৃপক্ষ ও সেচ্ছাসেবকেরা পালিয়ে আসার  বিষয়টি জানার সাথেই সেখানে ছুটে গিয়ে ওই পরিবারকে বাসা থেকে বের না হওয়ার আহ্বান জানায় এবং প্রশাসনকে বিষয়টি অবগত করে।

No comments