পিরোজপুরের ভান্ডারিয়ায় ১জন করোনা রোগী সনাক্ত
পিরোজপুর জেলায় আজ মঙ্গলবার ৩জন করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এরমধ্যে পিরোজপুর সদরের শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামের ২ জন, তারা দুজনই নারায়নগঞ্জ থেকে এসেছিলো এবং ভান্ডারিয়ায় জামিরতলা গ্রামের ১ জন।তথ্য সূত্রঃ পিরোজপুর সিভিল সার্জন।
ভান্ডারিয়ায় সনাক্ত করোনা রোগী পৌরএলাকার জামিরতলা গ্রামের বাসিন্দা হানিফ ফরাজির ছেলে রাসেল ফরাজি (বয়সঃ৩০)। তিনিও নারায়নগঞ্জ থেকে এসেছেন বলে জানা গেছে।
সনাক্ত ব্যক্তিকে বাসায় থাকতে বলা হয়েছে এবং বাড়িটি লক ডাউন করে দিয়েছে প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহি অফিসার জনাব নাজমুল আলম নবিন ও উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এইচ এম জহিরুল ইসলাম এবং ভান্ডারিয়া থানা পুলিশ পরিদর্শক।
রোগীর সার্বিক অবস্থা বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে আইসোলোশনে রাখা হবে।
No comments