মাদকমুক্ত সুসংঘঠিত ছাত্রলীগ চান ভান্ডারিয়া ছাত্রলীগের আহ্বায়ক। ডিবিসি নিউজ
গত ৪ঠা জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকি ও পূর্ন মিলনীতে সমবেত হয় দেশের বিভিন্ন স্থানের তৃনমূল পর্যায়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা। ভান্ডারিয়া ছাত্রলীগ ইউনিট ও সেখানে অংশগ্রহন করে।
তৃনমূল পর্যায়ের নেতা কর্মীরা ছাত্রলীগকে নিয়ে তাদের আশাবাদ ব্যক্ত করেন।এসময় ভান্ডারিয়া ছাত্রলীগের আহ্বায়ক জনাব মোঃ রেদোয়ান সিকদার রিচান মাদকমুক্ত সুসংগঠিত ছাত্রলীগের আশাবাদ ব্যক্ত করেন। (ডিবিসি নিউজ) চ্যানেলকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, "ছাত্রলীগ সুসংগঠিত থাকবে, মাদক ও নেশামুক্ত একটি সুসংগঠন তৈরি হবে"।
No comments