Header Ads

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য কল করুন

Breaking News

ভান্ডারিয়ায় ভেন্টিলেটর সাপোর্টে থাকা ২ করোনা রোগিকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরন।" "ভান্ডারিয়ায় লকডাউন বাস্তবায়নে ঝুঁকি নিতে প্রস্তুত যুবলীগ,ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগ-এহসাম হাওলাদার।" "রেড জোনে ভান্ডারিয়ার পৌর এলাকা-২১ দিনের লকডাউন।

মিরাজুলের অর্থায়নে বর্নাট্যভাবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্মশতবর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান। ভান্ডারিয়া।

বর্ণাঢ্য আয়োজনে ভাণ্ডারিয়ায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,এর শত তম জন্মবার্ষিকী (মুজিব বর্ষ) দিন ক্ষন গননা শুরুর আনুষ্ঠানিক উদ্ভোধন উপলক্ষে উপজেলার ৩টি পৃথক স্থানে ৩টি বড় (১৫ ফুট বাই ৮ফুট) ডিজিটাল স্ক্রিন যার মাধ্যমে ভাণ্ডারিয়ার হাজারো মানুষ উপভোগ করে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্মশতবর্ষ উদ্যাপনের ক্ষণগণনা কেন্দ্রীয় অনুষ্ঠান।
মুজিব বর্ষ উপলক্ষে ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ চত্বরসহ পৌর শহরে ব্যপক সাজসজ্জা, আলোক সজ্জা, বঙ্গবন্ধুর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ও বিলবোর্ড দিয়ে সাজানো হয়।গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়(৪ টি) অত্যাধুনিক কাউন্ট ডাউন ঘড়ি ও আতসবাজি উৎসব।  এ সকল আয়োজন উপজেলা চেয়ারম্যান জনাব মো.মিরাজুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে করা হয়।

No comments