Header Ads

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য কল করুন

Breaking News

ভান্ডারিয়ায় ভেন্টিলেটর সাপোর্টে থাকা ২ করোনা রোগিকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরন।" "ভান্ডারিয়ায় লকডাউন বাস্তবায়নে ঝুঁকি নিতে প্রস্তুত যুবলীগ,ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগ-এহসাম হাওলাদার।" "রেড জোনে ভান্ডারিয়ার পৌর এলাকা-২১ দিনের লকডাউন।

তরুনদের মাদকমুক্ত রাখতে খেলার মাঠকে সক্রিয় রাখার আহ্বান ভান্ডারিয়া ছাত্রলীগের আহ্বায়কের।



তরুনদের মাদকমুক্ত, মানষিক বিকাশ ও অন্যান্য অহেতুক কর্মকান্ড থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি মনযোগ দিতে বলেছেন ভান্ডারিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ রেদোয়ান সিকদার রিচান।

দঃ ভান্ডারিয়া(নদীর পাড়) যুব সমাজ কর্তিক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণকালে তিনি বলেন,"খেলার মাঠকে সক্রিয় রাখলে,তরুনরা খেলায় অংশগ্রহণ করলে মাদকমুক্ত থাকবে এবং অহেতুক কর্মকান্ড থেকে বিরত থাকবে।" খেলার মাঠকে সক্রিয় রাখতে এবং খেলা-ধুলার ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন ভান্ডারিয়া ছাত্রলীগের আহ্বায়ক।

No comments